ফেসবুকে খেলা যাচ্ছে পোকেমন

২৫ ডিসেম্বর, ২০১৯ ০০:১৩  
আপনার যদি নিনটেন্ডো কনসোল কিংবা ফোনে পোকেমন ভিডিও গেম খেলার সুযোগ না থাকে তাহলে হতাশ হওয়ার কিছু নেই। কারণ এখন ফেসবুকেই খেলা যাবে গেমটি। খবর এনগ্যাজেট। ইতিমধ্যেই পোকেমন কোম্পানি তাদের দুটি গেম ফেসবুকে প্রকাশ করেছে। পোকেমন মেডালিয়ন ব্যাটল এবং পোকেমন টাওয়ার ব্যাটল এই দুই গেমই শীর্ষ সোশ্যাল নেটওয়ার্কটির গেমিং ট্যাবে এবং বেটা ফেসবুক গেমিং অ্যাপে প্রকাশ হয়েছে। আপাততভাবে গেম দুটোতে ইন-অ্যাপ পারচেজ ফিচারটি নেই। মূলত পোকেমন গেমসকে বিশ্বের সবাইকে খেলার সুযোগ দিতে নতুন প্লাটফর্মে প্রবেশ করেছে কোম্পানিটি। ডিবিটেক/বিএমটি